গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য গুতেরেসের আহ্বান
2024-03-24 17:14:06

মার্চ ২৪: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল (শনিবার) মিশর ও গাজা অঞ্চলের মধ্যবর্তী রাফাহ বন্দরের মিশরের এলাকা পরিদর্শন করার সময় আবারও গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

রাফাহ বন্দরে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ‘এখন আগের যে কোনো সময়ের চেয়ে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন। এখন বন্দুকের আওয়াজ বন্ধ করার সময়।’

গুতেরেস বলেন যে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের  হামাসের আক্রমণে সমর্থন করার কোনও অজুহাত নেই এবং ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের শাস্তির ন্যায্যতা দেওয়ারও কোন সুযোগ নেই। গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা এক অন্তহীন দুঃস্বপ্নের মধ্যে বসবাস করছে। শহর ও বাড়িঘর ধ্বংস হয়েছে, পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এবং মানুষ ক্ষুধায় জর্জরিত হয়ে পড়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসে ইসরায়েল গাজা উপত্যকায় অবরোধ চালিয়ে যাচ্ছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

গুতেরেস বলেন, গাজা উপত্যকায় সহযোগিতার প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘ মিশরের সঙ্গে সহযোগিতা করবে। তিনি ‘গাজার জনগণের প্রতি পূর্ণ সমর্থনের’ জন্য মিশরের প্রশংসা করেন।

লিলি/তৌহিদ