বক্স অফিসের শীর্ষে কুং ফু পান্ডা-৪
2024-03-24 15:51:08

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে চলতি সপ্তাহে অ্যানিমেশন, সাসপেন্স এবং ড্রামা ঘরানার আটটি নতুন চলচ্চিত্র মুক্তি পেয়েছে বড় পর্দায়। এর মধ্যে বেশ কয়েকটি মুক্তির পর পরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

দেশটির বক্স অফিসের তালিকায় এবার শীর্ষে উঠে এসেছে ‘কুংফু পান্ডা ৪’।  শুক্রবার মুক্তির প্রথম দিনেই  অ্যানিমেটেড চলচ্চিত্রটি আয় করেছে ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার ইউয়ান। এই আয়ের মাধ্যমে এটি প্রথম দিনের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে শীর্ষস্থান দখল করেছে। চীনা মুভি ডেটা ইনফরমেশন নেটওয়ার্ক এসব তথ্য জানিয়েছে।

হলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমাগুলোর একটি ‘কুংফু পান্ডা’ সিরিজ। বড়সড় নাদুসনুদুস পান্ডা। তার নাম পো। হাঁটাচলা, কথাবার্তা কৌতুককর হলেও সে মোটেও অকাজের নয়। এর আগে অ্যাডভান্সড স্ক্রিনিং থেকেও চলচ্চিত্রটি ১০০ মিলিয়ন ইউয়ানেরও বেশি আয় করেছে।

বেইজিংয়ের থিয়ানমু নিউ কালারফুল ক্লাউডস সিনেমার ম্যানেজার শেন থাও জানান, চলচ্চিত্রটির স্ক্রিনিংয়ে ইতিবাচক দর্শক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি বিশ্বাস করেন, আগের পর্বগুলোর মতো এবারের পর্বটিও জনপ্রিয়তা অর্জন করবে।

কুংফু পান্ডা সিরিজের আগের তিনটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন সিরিজটি জনপ্রিয় হয়েছে সব বয়সী মানুষের কাছে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘কুংফু পান্ডা ৩’। এরপর লম্বা বিরতি দিয়ে প্রায় আট বছর পর্দায় ফিরল নতুন কিস্তি।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাকশন ক্রাইম থ্রিলার চীনা চলচ্চিত্র ‘দ্য পিগ, দ্য স্নেক অ্যান্ড দ্য পিজিয়ন’।  এটি প্রথম দিনে আয় করেছে ১ কোটি ৩ লাখ ইউয়ানের কিছু বেশি।  তৃতীয় স্থানে রয়েছে হলিউডের সাই-ফাই চলচ্চিত্র ‘ডিউন পার্ট টু’।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি