উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-03-24 15:44:14


 

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: নতুন যুগে উত্তর কোরিয়ার সঙ্গে ঐতিহ্যগত বন্ধুত্ব বজায় রাখতে অটল চীনের কমিউনিস্ট পার্টি ও চীন সরকার। শনিবার উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কিম সং ন্যামের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বৈদেশিক বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই। 

 

ওয়াং ই বলেন, চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্বের বছরে বিভিন্ন ধারাবাহিক কার্যক্রম পরিচালনা, বাস্তবসম্মত সহযোগিতা এবং দুই দেশের সম্পর্কের উজ্জ্বল সম্ভাবনার দ্বার খোলা রাখতে একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন। 

 

কিম সং ন্যাম বলেন, উত্তর কোরিয়া-চীন বন্ধুত্ব দুই দেশের সাধারণ কৌশলগত সম্পদ। তার দেশের সমাজতন্ত্রের প্রতি চীনের যে সমর্থন সেটার প্রশংসা করেন তিনি। পাশাপাশি চীনের তাইওয়ান, সিনচিয়াং এবং বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সম্পর্কিত বিষয়াদিতেও তার দেশ চীন সরকারকে সমর্থন করবে বলে উল্লেখ করেন কিম সং। 

 

নাহার/ফয়সল 

তথ্য ও ছবি- সিনহুয়া