দেশের বেশিরভাগ অংশে ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করেছেন মালাউইয়ের প্রেসিডেন্ট
2024-03-24 19:04:55

মার্চ ২৪: প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মালাউইয়ের ২৮টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ২৩টিতে জরুরি ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। গতকাল (শনিবার) মালাউইয়ের প্রেসিডেন্ট এক টিভি ভাষণে এ ঘোষণা করেছেন।

তিনি বলেন, এসব অঞ্চলে বৃষ্টিপাতের অভাব, বন্যা ও দীর্ঘমেয়াদী খরা দেখা যাচ্ছে। দেশের খাদ্য উত্পাদন আশঙ্কাজনক। প্রাথমিক অনুমান অনুসারে প্রায় বিশ লাখ কৃষক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাউইতে প্রায় ৭.৫ লাখ হেক্টর ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া সয়াবিন, চিনাবাদাম ইত্যাদি প্রধান ফসলের উত্পাদন হ্রাস পেয়েছে। তিনি বলেন, মালাউইয়ের খাদ্যের সঙ্কট পূরণের জন্য প্রায় ছয় লাখ টন ভুট্টা প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

(তুহিনা/তৌহিদ/শিশির)