সি চিন পিংয়ের হু নান পরিদর্শন
2024-03-24 16:25:48

মার্চ ২৪: চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং হু নান প্রদেশ পরিদর্শন করেছেন। এসময় তিনি জোর দিয়ে বলেছেন, হু নান প্রদেশের উচিত্ নতুন উন্নয়ন কাঠামোতে নিজের কৌশলগত অবস্থা ঠিক রেখে উচ্চ মানের উন্নয়ন বাস্তবায়ন করা, সংস্কার ও নবায়ন করা, বাস্তবতা অনুযায়ী কাজ করা এবং দেশের উন্নত নির্মাণ এলাকা, প্রতিদ্বন্দ্বিতাযোগ্য বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী এলাকা ও চীনের অভ্যন্তরে উন্নয়ন ও সংস্কারের উচ্চভূমি হওয়া এবং মধ্য চীনের উত্থান ও ইয়াংসি নদী অর্থনৈতিক এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়া।

১৮-২১ মার্চ সি চিন পিং যথাক্রমে হু নান প্রদেশের ছাং শা শহর, চাং ত্য শহরের স্কুল, কোম্পানি,  ঐতিহ্যিক ও সাংস্কৃতিক সড়ক ও কমিউনিটি ও গ্রামের খোঁজখবর নেন। 

১৮ মার্চ বিকেলে তিনি হু নান প্রথম নর্মাল বিশ্ববিদ্যালয়ে যান। মহান নেতা মাও সে তুং একসময়ে এখানে লেখাপড়া করেছেন। সি চিন পিং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে বলেছেন, শক্তিশালী দেশ গড়ে তোলা শিক্ষার ওপর নির্ভর করে। তারপর তিনি পাসিফু শান শান ব্যাটারি ও উপাদান কোম্পানি পরিদর্শন করেন। সেখানে নতুন উচ্চ মানের উত্পাদন শক্তির উন্নয়ন, উচ্চ মানের বৈদেশিক উন্মুক্তকরণ জোরদারসহ নানা বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নবায়ন, উচ্চ মানের উন্নয়ন হল কোম্পানির সফলতা অর্জনের চাবিকাঠি। চীন উন্মুক্তকরণ বজায় রাখতে চায় এবং বিশ্বের নানা দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়।

১৯ মার্চ সি চিন পিং চাং ত্য শহরে যান। সেখানে তিনি একটি ঐতিহ্যিক সড়ক পরিদর্শন করেন এবং স্থানীয় বৈশিষ্ট্যময় খাবার, কর্মশিল্প দেখতে যান। হু নান চীনের ১৩টি প্রধান খাদ্য উত্পাদনকারী প্রদেশের অন্যতম। সেখানে ধান চাষ ও উত্পাদনের পরিমাণ চীনে সবচেয়ে বেশি। এদিন বিকেলে তিনি জুং পিং নামে একটি গ্রামে যান এবং সেখানে বসন্তকালীন চাষ সম্পর্ক খোঁজখবর নেন। তিনি জোর দিয়ে বলেন, চীনের লোকসংখ্যা ১৪০ কোটির বেশি। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২১ মার্চ জনাব সি চিন পিং হু নান প্রদেশের সিপিসি’র কেন্দ্রীয় কমিটি সরকারের কার্যবিবরণী শোনেন এবং হু নান প্রদেশের নানা কাজের স্বীকৃতি দেন। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করা, পরিবেশ ও জীবিকার উন্নয়ন, গ্রামীণ পুনরুজ্জীবন, হু নান প্রদেশের সাংস্কৃতিক দায়িত্ব এবং সিপিসি’র নির্মাণসহ নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।

(শিশির/তৌহিদ/লিলি)