চীনের উন্নয়ন ফোরাম ২০২৪-এর বার্ষিক সম্মেলনে লি ছিয়াং
2024-03-24 18:20:22

মার্চ ২৪: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ (রোববার) বেইজিংয়ে চীনের উন্নয়ন ফোরাম ২০২৪-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মূল ভাষণ দিয়েছেন।

লি ছিয়াং বলেন, এবারের বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য হল ‘টেকসই উন্নয়নের চীন’, যা শুধু চীনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের বাস্তব বর্ণনাই নয়, চীনা অর্থনীতির স্থিতিশীল, উচ্চ মানের উন্নয়নের প্রতি আন্তর্জাতিক সমাজের প্রত্যাশাও প্রতিফলিত করে। গত বছর সি চিন পিংয়ের সঙ্গে পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীন দেশি-বিদেশি চাপ ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আর্থ-সামাজিক উন্নয়নের মূল লক্ষ্য সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। চীনা অর্থনীতি অত্যন্ত স্থিতিস্থাপক, প্রাণশক্তিতে পূর্ণ, প্রচুর সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক উন্নয়নের মৌলিক অবস্থা পরিবর্তন হয়নি।

তিনি বলেন, কোম্পানিগুলো চীনা অর্থনীতির টেকসই উন্নয়নে অংশগ্রহণকারী ও অবদানকারী, সাক্ষী ও সুবিধাভোগী। চীন সবসময় বাজারকে সম্মান করে, কোম্পানিগুলোর পরিষেবা অর্থনৈতিক কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। গত বছর সরকারি পরিষেবা আরো উন্নত করেছে, কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করেছে। তিনি বিশ্বাস করেন, সরকার ও কোম্পানির পারস্পরিক আস্থা অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তি হবে।

লি ছিয়াং বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি গভীরভাবে পরিবর্তন হচ্ছে, বৈশ্বিক অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। চীন বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিয়ে উচ্চমানের উন্নয়ন জোরদার করবে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীল উন্নয়নে আরো নিশ্চয়তা ও ইতিবাচক শক্তি যোগাবে। চীন বিশ্বের সঙ্গে চীনের টেকসই উন্নয়নের বিপুল সুযোগ ভাগ করতে চায়, সব পক্ষের সঙ্গে কাজ করে অভিন্ন উন্নয়নের সুন্দর ভবিষ্যত গঠন করতে চায়।

উল্লেখ্য, চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্র বার্ষিক সম্মেলনটি আয়োজন করেছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আজয় বঙ্গ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিভা এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ, পণ্ডিত, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৪০০জন সম্মেলনে উপস্থিত ছিলেন।

(তুহিনা/তৌহিদ/শিশির)