পাকিস্তান দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে চীনের গার্ড অব অনার ব্রিগেড
2024-03-24 17:02:12

মার্চ ২৪: পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের আমন্ত্রণে চাইনিজ পিপলস লিবারেশন আর্মির গার্ড অব অনার ব্রিগেড গতকাল (শনিবার) ইসলামাবাদে একটি কুচকাওয়াজে অংশ নিয়েছে। সেদিন ৮৪তম পাকিস্তান দিবস উদযাপন করা হয়। 

সকাল ৯টা শুরু হয় এ কুচকাওয়াজ। পাকিস্তানের স্থল, নৌ ও বিমানবাহিনী এবং বিদেশের দল ও ট্যাংক, ড্রোন, জঙ্গিবিমানসহ নানা সরঞ্জাম এতে প্রদর্শন করা হয়। ৩৬ সদস্য নিয়ে গঠিত চীনের গার্ড অব অনার দলও এর অন্তর্ভুক্ত।

 

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর রেজুলেশনের মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছরের ২৩ মার্চ পাকিস্তান দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

শিশির/তৌহিদ