দক্ষিণ চীন সাগরে উসকানি বন্ধ করতে ফিলিপাইনের প্রতি আহ্বান চীনের
2024-03-24 15:40:12

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: রেন আই চিয়াওয়ের কাছে চীনের আঞ্চলিক জলসীমায় উসকানি বন্ধ করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। 

 

চীনের কোস্ট গার্ড জানায়, দেশটির নানশা ছুয়ানতাওয়ের রেনআই চিয়াও সংলগ্ন এলাকায় ফিলিপাইনের যেসব জাহজ অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 

 

রেনআই চিয়াও এবং এই সংলগ্ন জলসীমা সহ নানশা ছুয়ানতাওতে চীনের সন্দেহাতীত সার্বভৌমত্ব রয়েছে জানিয়ে উ বলেন, চীন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

 

এর আগে চীনের কোস্ট গার্ডের মুখপাত্র কান ইয়ু জানান, ফিলিপাইন তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আবারও দু’টি উপকূলরক্ষী জাহাজ ও একটি সরবরাহ জাহাজ এই জলসীমায় অনুপ্রবেশ করেছে। 

 

ঐশী/ফয়সল 

তথ্য ও ছবি : সিজিটিএন