চীনের উন্নয়ন ফোরাম ২০২৪-এর বার্ষিক সম্মেলন বেইজিংয়ে শুরু
2024-03-24 18:20:56

মার্চ ২৪: দুই দিন-ব্যাপী চীনের উন্নয়ন ফোরাম ২০২৪-এর বার্ষিক সম্মেলন আজ (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ফরচুন ৫০০ কোম্পানিগুলোর প্রতিনিধি এবং দেশি-বিদেশি বিখ্যাত পণ্ডিত ও বিশেষজ্ঞ এতে অংশ নিয়েছেন।

এবারের বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য হল ‘টেকসই উন্নয়ন করা চীন’। অংশগ্রহণকারীরা চীনের টেকসই উন্নয়নের চালিকাশক্তি ও সম্ভাবনা, কার্বন নিরপেক্ষতা ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও পরিচালনা, নতুন ভোগ ও অভ্যন্তরীণ চাহিদা মুক্তির সম্ভাবনা-সহ ৮টি প্রধান বিষয়কে কেন্দ্র করে আলোচনা করবে। এতে বিশেষ আলোচনাসভা, গ্রুপ আলোচনা, গোলটেবিলসহ ২০টিরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হবে।

উল্লেখ্য, এবারের ফোরামের বিদেশি প্রতিনিধিরা সরঞ্জাম উত্পাদন, অর্থ ও বীমা, উচ্চ-প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর, ওষুধ ও স্বাস্থ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি থেকে এসেছেন। ২০০০ সালে প্রথম আয়োজনের পর চীনের উন্নয়ন ফোরাম টানা ২৩ বছর ধরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এটি চীনের উচ্চ-পর্যায়ের কর্মকর্তা, বিশ্বের শীর্ষ ব্যবসায়ী, আন্তর্জাতিক সংস্থা এবং চীনা ও বিদেশি পণ্ডিতদের মধ্যে বিনিময় ও সংলাপের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মে হয়ে উঠেছে।

(তুহিনা/তৌহিদ/শিশির)