তারিম তেলক্ষেত্র থেকে ৩৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ
2024-03-24 15:45:29

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তালিমাকান মরু এলাকায় অবস্থিত তারিম তেলক্ষেত্র থেকে মধ্য ও পূর্ব চীনে ৩৫০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়েছে। ২০০৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়। দেশটির শীর্ষস্থানীয় তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এ তথ্য জানিয়েছে।

 

অয়েলফিল্ডের তথ্যানুসারে, এই পরিমাণের প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে প্রায় ৪৬৬ মিলিয়ন টন কয়লার ব্যবহার এবং ৭৫৭ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমেছে। ফলে কমেছে পরিবেশ দূষণ।

 

পরিসংখ্যান অনুযায়ী, অয়েলফিল্ড সরবরাহ করা এ প্রাকৃতিক গ্যাস থেকে চীনের ১৫টি প্রাদেশিক অঞ্চলে ১২০টিরও বেশি শহর উপকৃত হয়েছে।

 

তারিম তেলক্ষেত্র বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাসক্ষেত্র।

 

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া