জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে
2024-03-24 15:36:47


 

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসে চীনের প্রধান বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

 

প্রতিবেদন অনুসারে, এই সময়কালে বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৪৯ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টায়।

 

প্রতিবেদন বলছে, প্রথম দুই মাসে তাপ বিদ্যুতের উৎপাদন গেল বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে একই সময়ে জলবিদ্যুতের উৎপাদন বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ।

 

পরিসংখ্যান বলছে, এই সময়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ এবং বায়ুকল থেকে উৎপাদিত বিদ্যুৎ বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। একই সময়ে সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। 

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া