সমন্বিত চিকিৎসা নিয়ে নতুন পরিকল্পনা চীনের
2024-03-24 15:29:42

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: কাউন্টি পর্যায়ে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কনসোর্টিয়াম গঠন প্রক্রিয়া অব্যাহত রাখবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

২০২৭ সালের শেষ নাগাদ তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা উন্নত করতে আরও কিছু পরিকল্পনাও নিয়েছে কমিশন।

শনিবার কমিশন জানিয়েছে, চীনের প্রাথমিক স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান যেমন কমিউনিটি হেলথ সেন্টার এবং গ্রামের ক্লিনিকগুলো দেশটির মোট চিকিৎসা কার্যক্রমের অর্ধেকেরও বেশি পরিচালনা করছে। এ কারণে এ বছরের মধ্যেই কাউন্টি স্তরে মেডিকেল ইমেজিং, মেডিকেল টেস্টিং, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম, রোগ নির্ণয়ে নানা পরীক্ষার উন্নয়নে নজর দেবে কমিশন।

পর্যায়ক্রমে চীনের গ্রামীণ এলাকাগুলোতেও এই উন্নয়ন কার্যক্রম চলবে এবং টাউনশিপ হেলথ সেন্টারগুলোতে অন্তত একজন সিনিয়র মেডিকেল প্র্যাকটিশনার থাকার ব্যাপারটিও নিশ্চিত করা হবে জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন।

 

ফয়সল/নাহার

 

তথ্য: সিসিটিভি ছবি: সিজিটিএন