রেনআই রিফে ফিলিপিন্সের অনুপ্রবেশ নিয়ে চীনের অবস্থান তুলে ধরেছেন মুখপাত্র
2024-03-24 16:27:25

মার্চ ২৪: সম্প্রতি ফিলিপিন্সের জাহাজগুলো অবৈধভাবে অবস্থানরত যুদ্ধজাহাজে সরবরাহ পাঠানোর জন্য চীনের রেনআই রিফ সংলগ্ন জলসীমায় অনুপ্রবেশ করেছিল। চীনের কোস্ট গার্ড আইন ও প্রবিধান অনুযায়ী ফিলিপিন্সের জাহাজগুলোকে নিয়ন্ত্রণ করে, ব্লক করে, তাড়িয়ে দেয় এবং ফিলিপিন্সের উস্কানিমূলক অপচেষ্টা দৃঢ়ভাবে রোধ করে। এ ঘটনায় ফিলিপিন্স উস্কানিদাতা এবং চীনের আচরণ যুক্তিসঙ্গত, আইনসম্মত ও পেশাদার ছিল।

গতকাল (শনিবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়েন বেইজিংয়ে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রেনআই রিফসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমায় চীনের অকাট্য সার্বভৌমত্ব রয়েছে। চীনের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা যাবে না। চীন আলাপ-আলোচনার মাধ্যমে ফিলিপিন্সের সাথে সঠিকভাবে বিরোধের সমাধান করতে চায়। তবে ফিলিপিন্স বারবার তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং রেনআই রিফে অবৈধভাবে অবস্থানরত যুদ্ধজাহাজকে ভিত্তি করে স্থানীয় স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে। চীন চুপচাপ বসে থাকবে না এবং উপেক্ষা করবে না। যদি ফিলিপিন্স বারবার চীনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, চীন নিজের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য ব্যবস্থা নেবে। লিলি/তৌহিদ