মরুদ্যান ও নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে যাচ্ছে ইনার মঙ্গোলিয়া
2024-03-24 15:41:32

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের মরু এলাকাকে উদ্যানে পরিণত করার প্রক্রিয়া এগোচ্ছে জোরেসোরে। সম্প্রতি এখানকার উন্নয়নে চীন সরকার হাতে নিয়েছে বড় আকারের বনায়ন, পরিবেশগত এবং সৌরবিদ্যুৎ প্রকল্প।

চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পশ্চিম ইনার মঙ্গোলিয়ার আলশা লিগ মরুভূমির জন্য ব্যাপক ব্যবস্থাপনা প্রকল্প, ওর্ডোস শহরের কুবুকি মরুভূমিতে ‘সৌরকোষের গ্রেট ওয়াল’ নির্মাণ এবং সিলিনের গোল ‍লিগের হুনশানদাকে মরুভূমি নির্মূল প্রকল্প। ছিফেং সিটিতেও নতুন জ্বালানির কিছু প্রকল্প নির্মাণাধীন রয়েছে।

থ্রি-নর্থ শেল্টারবেল্ট ফরেস্ট প্রোগ্রাম হলো চীনের একটি সুবৃহৎ বনায়ন প্রকল্প, যা পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে পূর্বের হেইলংচিয়াং পর্যন্ত বিস্তৃত।

চীনের চলমান সবুজায়ন পরিকল্পনাটির আওতা ১৩টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও পৌরসভা পর্যন্ত বিস্তৃত। এতে প্রায় ৪১ লাখ বর্গ কিলোমিটার এলাকায় নির্মাণকাজ চলবে। এ পরিকল্পনায় চলতি বছর, ইনার মঙ্গোলিয়ার ২ লাখ হেক্টর জমিতে গাছ লাগানোর কথা রয়েছে এবং ১০ লাখ হেক্টর মরুভূমিকে আবাদযোগ্য জমিতে পরিণত করা হবে। সেই সঙ্গে নতুন করে বাড়বে ১ কোটি ৩২ লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ভিডিও: সিসিটিভি