মস্তিষ্ক-প্রযুক্তির বাণিজ্যিকীকরণে এগিয়ে চীনা প্রতিষ্ঠান
2024-03-24 15:35:07



মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: মস্তিষ্ক বিজ্ঞান এবং মস্তিষ্কের অনুকরণে বুদ্ধিমান প্রযুক্তির বিকাশে নিজেদের গবেষণালব্ধ ফলাফলের বাস্তবিক প্রয়োগ এবং বাণিজ্যিকীকরণের চেষ্টা চালাচ্ছে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনের একটি গবেষণা প্রতিষ্ঠান।

মস্তিষ্কের নিউরাল মেকানিজম বিশ্লেষণ করে কিছু রোগ নির্ণয় ও এ সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থা নিয়েও কাজ করছে শেনচেনের গবেষণা সংস্থাটি।

মস্তিষ্কের দেখাদেখি বুদ্ধিমান প্রযুক্তির বিকাশেও বেশ অগ্রগতি করেছে শেনচেন ইন্সস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি এসআইএটি। প্রতিষ্ঠানটির ব্রেইন কগনিশন ও মস্তিষ্কের রোগ সংক্রান্ত ইন্সস্টিটিউটের প্রধান ওয়াং লিপিং বলেছেন, সম্প্রতি তাদের এ সংস্থা বিশ্বে প্রথমবারের মতো বানরের মস্তিষ্কের নিউরাল সংযোগের একটি মানচিত্র তৈরি করতে পেরেছে। তাদের এ মানচিত্রটি মানুষের মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে গবেষণার জন্যও অনেক তথ্য দিচ্ছে বলে জানান তিনি।

ওয়াং এর মতে, চীনে তৈরি নতুন প্রযুক্তি ছাড়া এসব অগ্রগতি সম্ভব ছিল না। তিনি বলেন, ঐতিহ্যগত পদ্ধতিতে প্রাণীর মস্তিষ্কের মাইক্রোস্কোপিক মানচিত্র পেতে গবেষকদের দশ বছরেরও বেশি সময় লাগবে। কিন্তু চীনের নিজস্ব প্রযুক্তিতে কাজটি দ্রুত করা গেছে। এর মাধ্যমে অচিরেই মানব মস্তিষ্কের একটি বিশদ মানচিত্র পাওয়ার সম্ভাবনাও আছে বলে জানান তিনি।

এসআইএটি’র গবেষণায় বিজ্ঞানীরা মস্তিষ্কের কিছু অঞ্চল সম্পর্কেও বিশদ জানতে পেরেছেন। মানব মস্তিষ্কের কোন অংশটি ভয়ের প্রতিক্রিয়ার জন্য দায়ী আবার কোন অংশটি আত্মরক্ষা নিয়ে তৎপর থাকে সেটাও বের করেছেন ওয়াং ও তার দল। আবার সংস্থাটির গবেষকরা নতুন প্রযুক্তিতে মাত্র তিন মাসেই তৈরি করতে পারছেন ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস। 

শেনচেন ইন্সস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজির অধীনে শেনচেনে এখন ১৪টি মস্তিষ্ক সংক্রান্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যাদের সম্মিলিত বাজারমূল্য আছে ২২০ কোটি ইউয়ান।

ফয়সল/নাহার

তথ্য ও ভিডিও: সিসিটিভি