চীনের কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলছে আউটসোর্সিং
2024-03-23 16:06:09


মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পরিষেবা খাতে আউটসোর্সিং বাড়ছে। বিশেষ করে এ বছরের প্রথম দুই মাসে এ খাতে প্রবৃদ্ধির গতি ছিল স্থিতিশীল। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে এমনটা জানানো হয়েছে।

চীনের আউটসোর্সিং খাত গত দুই মাসে তৈরি করেছে ১ লাখ ৭৬ হাজার চাকরি। এর মধ্যে দেড় লাখেরও বেশি চাকরি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীরা।

গতবছর চীনা সংস্থাগুলো প্রায় ২৬৫ বিলিয়ন ইউয়ান (প্রায় ৩৬ বিলিয়ন ডলার) মূল্যের আউটসোর্সিং চুক্তি করেছে। যা এর আগের বছরের চেয়ে ২ শতাংশ বেশি।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আউটসোর্সিংয়ের এ প্রবণতা চীনে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এ খাত যত উন্নত হবে, আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও তত আকৃষ্ট হবে।

চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, যুক্তরাষ্ট্র ও ইইউ-এর সঙ্গে সম্পাদিত আউটসোর্সিং চুক্তির মূল্য ছিল যথাক্রমে ২ হাজার ২৭০ কোটি  ইউয়ান (প্রায় ৩০০ কোটি ডলার) এবং ১ হাজার ৪৪০ কোটি ইউয়ান (প্রায় ২০০ কোটি ডলার)। গত বছরের একই সময়ের তুলনায় যা ১৬ ও ২৮ শতাংশ বেশি।

ফয়সল/রহমান

তথ্য ও ভিডিও: সিসিটিভি