রেনআই রিফে ফিলিপিন্সের অনুপ্রবেশে চীনের মন্তব্য
2024-03-23 17:01:55

মার্চ ২৩: চীনের কোস্ট গার্ডের মুখপাত্র কান ইয়ু আজ (শনিবার) বেইজিংয়ে বলেছেন যে, সমুদ্রাঞ্চলে সরবরাহ শেষ হবার মাত্র ১৮ দিন পর ফিলিপিন্স তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আবারও দু’টি উপকূলরক্ষী জাহাজ ও একটি সরবরাহ জাহাজ চীনের রেনআই রিফ-সংলগ্ন জলসীমায় অনুপ্রবেশ করেছে। তারা অবৈধভাবে অবস্থানরত যুদ্ধজাহাজে সরবরাহ পাঠিয়েছে এবং নির্মাণ সামগ্রী পরিবহন করেছে। দেশটি উস্কানি দিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। ফিলিপিন্সের পণ্যবাহী জাহাজটি চীনের বারবার সতর্কতা এবং রুট নিয়ন্ত্রণ উপেক্ষা করে জোর করে অনুপ্রবেশ করে। চীনের কোস্ট গার্ড আইন ও প্রবিধান অনুযায়ী বাধা ও অপসারণ কার্যকর করে। চীনের আচরণ যুক্তিসঙ্গত, আইনসম্মত ও পেশাদার। চীন ফিলিপিন্সের প্রতি দাবি জানায়, যারা আগুন নিয়ে খেলবে তারা নিজেদের জন্য অপমান বয়ে আনবে। দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করতে চীনের কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে বলে মুখপাত্র উল্লেখ করেন। লিলি/তৌহিদ