রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে প্রস্তুত ন্যাটো
2024-03-23 17:16:52

মার্চ ২৩: ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এক ওয়েবসাইটে বলা হয়, ইউক্রেন সফররত ন্যাটো সামরিক কমিশনের চেয়ারম্যান রব বাউয়ার এক সাক্ষাত্কারে বলেছেন, যে কোন সময়ে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করতে প্রস্তুত ন্যাটো।

 

তিনি বলেন, বর্তমানে ইউক্রেনে ন্যাটোর কোনো বাহিনী নেই এবং সেখানে সেনা পাঠানোর পরিকল্পনাও নেই। যদি ন্যাটোর কোনো দেশ ইউক্রেনে বাহিনী পাঠাতে চায়, তাহলে ন্যাটোর অন্য দেশের সঙ্গে তা নিয়ে আলোচনা করতে হবে। ২০১৯ সাল থেকে ন্যাটো ‘গ্রুপ নিরাপত্তা’ নীতিতে ফিরে প্রতিরক্ষা কৌশল ও যুদ্ধ পরিকল্পনা পরিবর্তন করেছে। 

(শিশির/তৌহিদ/লিলি)