মোংলা বন্দরে ড্রেজিং প্রযুক্তির উন্মুক্ত প্রদর্শনী করলো সিসিইসিসি
2024-03-23 18:43:18

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের মোংলা বন্দরে নিজেদের ড্রেজিং প্রযুক্তি নিয়ে একটি উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন সিসিইসিসি।

গত মঙ্গলবারের এ আয়োজনে সিসিইসিসি তাদের সিন চি লাং ৫ নামের অত্যাধুনিক ট্রেলিং সাকশান হপার ড্রেজারের নানা বৈশিষ্ট্য তুলে ধরে দর্শনার্থীদের সামনে। অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়াসহ প্রায় চারশ জন উপস্থিত ছিলেন। স্থানীয়দের মাঝে সমুদ্র প্রকৌশল ও এ সংক্রান্ত প্রযুক্তি নিয়ে সচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

এ সময় সিসিইসিসির তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা ড্রেজারটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগের সদস্য ড. এ কে এম আনিসুর রহমান বলেন, বাংলাদেশে ২০২১ সালে আসা সিন চি লাং-৫ ড্রেজারটি বিশ্বের অন্যতম আধুনিক একটি ড্রেজার, যা কিনা ইতোমধ্যে প্রায় ২৪ লাখ ঘন মিটার বালু উত্তোলন করেছে।

মোংলা বন্দর চ্যানেলের অভ্যন্তরীণ বার ড্রেজিংয়ের প্রকল্প পরিচালক শেখ সওকত আলী বলেন, ২০১৮ সাল থেকে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন মোংলা বন্দরের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সিসিইসিসি’র প্রকল্প ব্যবস্থাপক স্টিভেন গুও বলেছেন, বাংলাদেশের প্রতি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ আয়োজন করেছে সিসিইসিসি। স্থানীয়দের জন্য কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক দাতব্য উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রযুক্তি বিনিময় কর্মসূচিতেও সিসিইসিসি অংশ নেয় বলে জানান স্টিভেন।

 

ফয়সল/রহমান