বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত সংস্থা দ্রুত বাড়ছে চীনে
2024-03-23 16:53:21

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: এ বছরের প্রথম দুই মাসে চীনজুড়ে নতুন করে বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত সংস্থা হয়েছে ৭ হাজার ১৬০টি। যা এর আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

উল্লিখিত সময়ে, চীনের মূল ভূখণ্ডে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রকৃত পরিমাণ ছিল ২১৫ বিলিয়ন ইউয়ানের কিছু বেশি। (প্রায় ৩০২৯ কোটি ডলার)। যা গত এক দশকের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

এ দুই মাসে হাই-টেক উৎপাদন খাতে এফডিআই ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮২৭ কোটি ইউয়ানে। আগের বছরের দুই মাসের তুলনায় চীনে ফ্রান্সের বিনিয়োগ বেড়েছে প্রায় ৬ গুণ, স্পেনের বেড়েছে চার গুণে এবং অস্ট্রেলিয়ার দেড় গুণ।

ফয়সল/রহমান

তথ্য: সিসিটিভি ছবি: সিজিটিএন