অনলাইনে ভ্রমণ বুকিং বেড়েছে চীনে
2024-03-23 15:07:39

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনা ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় অর্ধেকই এখন ভ্রমণের জন্য বুকিংয়ের কাজ সারছেন অনলাইনে। গত বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এ ধরনের বুকিং করেছেন প্রায় ৫১ কোটি চীনা। তথ্যে দেখা গেছে, সরকারের শক্তিশালী সাংস্কৃতিক ও পর্যটন নীতির কারণেই এ সংখ্যা দিন দিন বাড়ছে।

চীনের ইন্টারনেট সংক্রান্ত দপ্তরের প্রতিবেদনে দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বর থেকে গতবছরের শেষ নাগাদ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৮ কোটি ৬২ লাখ ৯০ হাজার। যা মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৪৬ শতাংশেরও বেশি। শুক্রবার চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার এই প্রতিবেদন প্রকাশ করেছে।

বসন্তের আগমনের প্রাক্কালে চিয়াংসু প্রদেশ সেজে উঠেছিল এক মায়াপুরীতে। সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস ও চমৎকার সব উদ্যানের জন্য বিখ্যাত সুচৌ শহরেও ছিল দর্শনার্থীদের রেকর্ড পরিমাণ আনাগোনা। 

এদিকে আসছে ৪ এপ্রিলে চীনারা পালন করবে ঐতিহ্যবাহী ছিংমিং উৎসব। যে উৎসবে চীনারা তাদের মৃত স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানাতে যায়। এ উৎসব উপলক্ষ্যেও হোটেলগুলোতে বাড়ছে অনলাইন বুকিং।

প্রাদেশিক সরকারের তথ্যানুসারে সুচৌয়ের পিংচিয়াং রোড ও নানচিংয়ের কনফুসিয়াস মন্দিরের মতো স্থানগুলোর আশেপাশে অনলাইনে গেস্টহাউস বুকিং বেড়েছে ২৩০ শতাংশ।

ফয়সল/রহমান

তথ্য ও ভিডিও : সিসিটিভি