ডোমিনিকান প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট সরকারি সফরে বেইজিংয়ে
2024-03-23 15:03:04

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক : সাত দিনের সরকারি সফরে ডোমিনিকান প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট শনিবার সকালে বেইজিংয়ে পৌঁছান। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় দপ্তর থেকে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর মতে,  ডোমিনিকান প্রধানমন্ত্রী স্কেরিটের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের।

স্কেরিটের জন্য স্বাগত অনুষ্ঠানের আয়োজনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং তার সঙ্গে আলোচনা করবেন এবং যৌথভাবে সহযোগিতার নথি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানানো হয়। জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লেচিরও স্কেরিটের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, গত দুই দশকে চীন-ডোমিনিকা সম্পর্ক দৃঢ়ভাবে বৃদ্ধি পেয়েছে, পারস্পরিক সম্মান, সমতা, পারস্পরিক সুবিধা, অভিন্ন উন্নয়ন এবং উভয়ের মধ্যেই ইতিবাচক সহযোগিতার একটি ভালো উদাহরণ স্থাপন করেছে।

উল্লেখ্য চলতি বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ২০ তম বার্ষিকী।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিজিটিএন