চীনের প্রেসিডেন্ট এবং ডোমিনিকার প্রেসিডেন্টের মধ্যে শুভেচ্ছাবার্তা বিনিময়
2024-03-23 15:43:37

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ২০তম বার্ষিকীতে অভিনন্দন বিনিময় করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং ডোমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন। শনিবার তারা শুভেচ্ছাবার্তা বিনিময় করেন। 

ডোমিনিকাকে ক্যারিবীয় অঞ্চলে চীনের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার হিসেবে বর্ণনা করে সি বলেন, ২০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চপর্যায়ের উন্নয়ন বজায় রেখেছে। সেই সঙ্গে পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস, ফলপ্রসূ সহযোগিতা এবং দুই জাতির মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট সি চিনপিং। 

সি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব তিনি। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করতে, উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার এগিয়ে নিতে এবং সম্পর্কের ২০তম বার্ষিকীকে একটি নতুন সূচনাবিন্দু হিসেবে গ্রহণ করতে রাষ্ট্রপতি বার্টনের সঙ্গে কাজ করতে প্রস্তত বলে জানান সি চিনপিং। 

ডোমিনিকা-চীন সম্পর্ককে গতিশীল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করে বার্টন বলেন, ডোমিনিকা চীনের সঙ্গে বন্ধুত্বকে লালন করে এবং চীনের সমর্থন ও সহায়তার প্রশংসা করে। সেই সঙ্গে যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ডোমিনিকা পারস্পরিক কল্যাণের সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক বলেও জানান তিনি। 

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিসিটিভি