ভিয়েতনামের প্রতিনিধি দলের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-03-23 15:04:40

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক : অভিন্ন ভবিষ্যতকে এগিয়ে নিতে ভিয়েতনামের সঙ্গে উচ্চপর্যায়ের আদান-প্রদান জোরদার করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বৈদেশিক বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই। এই আদান-প্রদান, পারস্পরিক শিক্ষাকে শক্তিশালী করতে, দল ও রাষ্ট্রীয় শাসনের অভিজ্ঞতা এবং পারস্পরিক শিক্ষার ক্ষেত্রে কার্যকরভাবে বিনিময় ও সহযোগিতাকে উন্নীত করতে প্রস্তুত বলেও জানান ওয়াং। 

ভিয়েতনামের সচিবালয়ের সেক্রেটারি এবং এক্সটার্নাল রিলেশন অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ ভিয়েতনামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লে হোয়াই ট্রংয়ের নেতৃত্বের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই এ কথা বলেন। 

এ সময় লে হোয়াই ট্রং বলেন, দুই দলের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, অভ্যন্তরীণ দলীয় চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং বৃহত্তর উন্নয়নের স্বার্থে চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভিয়েতনাম। 

ঐশী/ফয়সল 

তথ্য ও ছবি : সিসিটিভি