সিএমজির ডিজিটাল প্লাটফর্ম ইয়াংশিপিনে এআই মিনি সিরিজ
2024-03-23 18:44:48

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) তার ডিজিটাল প্ল্যাটফর্ম ইয়াংশিপিনে চালু করেছে মিনি সিরিজ ‘চীনা পূরাণ’ এবং ‘এআই এর সাথে ক্লাসিক পড়া’। সেইসঙ্গে গত শুক্রবার একটি অনুষ্ঠানে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যানেলও চালু করেছে সিএমজি। 

সিএমজির প্রেসিডেন্ট শেন হাই সিয়োংসহ অনুষ্ঠানে চীনের শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় রেডিও ও টেলিভিশন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীনের প্রথম এআই-জেনারেটেড মিনি সিরিজটিতে থাকছে ‘আকাশ জোড়া লাগানো’, ‘সূর্যকে ছুঁতে চাওয়া’ এবং ‘সমুদ্রটা ভরাট করো’ সহ চীনা ধ্রুপদী পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত মোট ছয়টি পর্ব।

সিরিজটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে এমন সব দৃশ্য যা দর্শকদের কল্পনার জগৎকে করবে আরও প্রসারিত। পাশাপাশি ক্লাসিক সব চিত্রের মাধ্যমে মানবসমাজের সঙ্গে একটি সংযোগ বজায় রাখার প্রয়াসও আছে এতে।

এ মিনি সিরিজের শিল্প নির্দেশনা, স্টোরিবোর্ড, কম্পোজিশন, কণ্ঠ ও ভিডিও তৈরির প্রক্রিয়া সম্পূর্ণরূপে এআই-চালিত। যৌথভাবে এটি তৈরি করেছে সিএমজির এআই গবেষণার ইয়াংশিপিন এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মেটাভার্স ল্যাব।

সিএমজি আরেকটি মিনি সিরিজও চালু করেছে, যার নাম ‘এআইয়ের সঙ্গে ক্লাসিক পড়া।’ এতে চীনের ইতিহাস, সাহিত্য, কৃষি, ওষুধবিজ্ঞানের নানা অজানা অধ্যায় তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে, চীনের সংস্কৃতি ও পর্যটনের প্রচারে এআই মিনিসিরিজ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে সিএমজি। সেইসঙ্গে এ শিল্পে সম্পৃক্ত তারকাদের সঙ্গে নিয়ে একটি এআই-থিম গালার আয়োজনও করতে যাচ্ছে। যার উদ্দেশ্য হবে, চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিশাল সম্ভাবনা ও সাম্প্রতিক বড় অর্জনগুলো ফুটিয়ে তোলা।

ফয়সল/রহমান

তথ্য ও ভিডিও: সিসিটিভি