আন্তর্জাতিক প্রদর্শনীতে চোখ ধাঁধাচ্ছে চীনা গহনা
2024-03-23 15:06:07

মার্চ ২৩,

সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ের ২০২৪ চীন আন্তর্জাতিক গহনা প্রদর্শনীতে চীনের ঐতিহ্যবাহী গয়নাগুলোই সবার নজর কেড়েছে। ২০ মার্চ থেকে শুরু হওয়া চারদিনের এ আয়োজন চলবে ২৪ মার্চ পর্যন্ত।

প্রদর্শনীতে আংটি, কানের দুল ও ব্রোচসহ বিভিন্ন ধরণের পণ্য প্রদর্শন করা হচ্ছে। তাতে ফুটে উঠেছে প্রথাগত চীনা হস্তশিল্পের নির্মাণশৈলী এবং প্রাচ্যের সংস্কৃতির নির্যাস। 

প্রদর্শনীতে কিছু ঐতিহ্যবাহী চীনা গহনা তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি দিয়েও। যার সঙ্গে একীভূত হয়েছে ঐতিহ্যবাহী হস্তশিল্প।

চিয়াংসু প্রদেশ থেকে আসা বিখ্যাত সুচৌ এমব্রয়ডারি এবং ক্লোইসন কারুশিল্প; এ দুই বিখ্যাত চীনা ঐতিহ্যবাহী হস্তশিল্পের নানা পণ্যও স্থান পেয়েছে প্রদর্শনীতে। 

সুচৌ এমব্রয়ডারি বিশ্বের প্রাচীনতম সূচিকর্মের একটি, যার উৎপত্তি দুই হাজার বছরেরও আগে। ত্রয়োদশ শতকের দিকে ইউয়ান রাজবংশে ক্লোইসন কারুশিল্পের উদ্ভব হয়েছিল।

ফয়সল/ঐশী

তথ্য ও ভিডিও: সিসিটিভি