অ্যাপলের সিইওর সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
2024-03-23 15:47:29

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের সঙ্গে দেখা করেছেন। শুক্রবার বেইজিংয়ে তারা সাক্ষাৎ করেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চীনে অ্যাপলের কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনার পাশাপাশি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময় ঘিরে আলোচনা হয় তাদের।

চীনের বাজারে অ্যাপলের উপস্থিতি আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক উন্নয়নকে উৎসাহিত করার ব্যাপারে অ্যাপলের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ওয়াং।

চীনের উদ্ভাবনের হাত ধরে নতুন মানের উৎপাদন শক্তির কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বিশেষ করে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং-এর মতো প্রযুক্তির কথাও বলেন তিনি। অ্যাপলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য যা বড় সুযোগ নিয়ে আসতে পারে বলে মনে করেন ওয়াং ওয়েনথাও।

অ্যাপলের একটি বড় বাজার এবং মূল সরবরাহ চেইন অংশীদার হিসেবে চীনের গুরুত্বের কথাও তুলে ধরেন টিম কুক। কুক জানান, অ্যাপল চীনে তাদের উপস্থিতি আরও বাড়াবে। সেইসঙ্গে চীনের সরবরাহ চেইন, গবেষণা ও উন্নয়নেও বিনিয়োগ করবে।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএ