মস্কোর সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে গুলিতে এবং দাহ্য পদার্থে শ্বাসরোধে: তদন্ত রিপোর্ট
2024-03-23 18:22:07

মার্চ ২৩: রুশ তদন্ত কমিটি আজ (শনিবার) জানায়, রাশিয়ার মস্কোর শহরতলীতে কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৯৩জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত্যুর কারণ ছিল গুলি এবং দাহ্য পদার্থে শ্বাস রুদ্ধ হওয়া।

সন্ত্রাসী হামলায় নিহত ৯৩ জনের মধ্যে মাত্র ৩৭ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। যাদের শনাক্ত করা গেছে তাদের তালিকা প্রকাশ করেছে মস্কো রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

রুশ তদন্ত কমিটি জানায়, কনসার্ট হল ভবনে প্রাথমিক তদন্তের পর দেখা গেছে, সন্ত্রাসীরা হামলায় স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। তদন্তকারীরা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ও জব্দ করেছে। বর্তমানে ব্যালিস্টিক, জেনেটিক ও ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষাও চলছে। তা ছাড়া, সন্ত্রাসীরা কনসার্ট হলের ভিতরে আগুন দেওয়ার জন্য দাহ্য তরল ব্যবহার করেছিল বলে নিশ্চিত করা হয়েছে।

লিলি/তৌহিদ