ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অর্থায়ন সুবিধা বাড়ানোর উদ্যোগ চীনে
2024-03-23 15:00:59

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: অর্থায়নের ঋণসেবা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অর্থায়ন সুবিধা বাড়ানোর বিষয়টির সমন্বয় সাধনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে চীনের রাষ্ট্রীয় পরিষদ।

প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত রাষ্ট্রীয় পরিষদের নির্বাহী কমিটির এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রিয়েল এস্টেট সম্পর্কিত নীতিগুলোর সর্বোচ্চ সুফল নিশ্চিত করার বিষয়ে প্রতিবেদন শোনা হয়েছে এবং চীনা বন্দরে আন্তর্জাতিক ক্রুজ জাহাজ ভেড়া সম্পর্কিত প্রবিধান পর্যালোচনা ও গৃহীত হয়।

সভায় জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিগত অর্থায়ন, সবুজ অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, পেনশন অর্থায়ন এবং ডিজিটাল অর্থায়নের উন্নয়নের জন্য অর্থায়নের ঋণসেবা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা প্রয়োজন।

বৈঠকে বলা হয়, রিয়েল এস্টেট বাজারের স্থিতিশীল ও সুস্থ উন্নয়নের জন্য সম্ভাব্য আবাসন চাহিদাকে কাজে লাগাতে এবং উচ্চ-মানের আবাসনের যোগান বাড়াতে সংশ্লিষ্ট সহায়তা নীতি পদ্ধতিগতভাবে তৈরি করা দরকার।

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিজিটিএন