চীন সফরে আসছেন নেপালী উপ-প্রধানমন্ত্রী
2024-03-22 19:27:37


মার্চ ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে  নেপালী উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বিষ্ণু পুকার শ্রেষ্ঠ আগামি ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন।

মুখপাত্র বলেন, নেপালী উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর এটি তার প্রথম বিদেশ সফর। এবারের সফরের সুযোগে নেপালের সঙ্গে  দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষেত্রের পারস্পরিক আস্থা গভীরতর করতে, উচ্চ গুণগত মানের ‘বেল্ট অ্যাড রোড’ উদ্যোগকে এগিয়ে নিতে, বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করতে এবং চীন ও নেপালের প্রজন্মের বন্ধুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে নতুন অগ্রগতি অর্জন করতে চীন ইচ্ছুক বলেও জানান মুখপাত্র।

(ওয়াং হাইমান/হাশিম/ছাই)