সিরিয়ার মানবিক সংকট নিরসনে যৌথ প্রচেষ্টা নেওয়ার আহ্বান চীনের
2024-03-22 16:05:44

মার্চ ২২: সিরিয়ার মানবিক সংকট নিরসন এবং রাজনৈতিক উপায়ে দেশটির সমস্যার সমাধানের লক্ষ্যে যৌথ প্রচেষ্টা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনা উপপ্রতিনিধি কেং শুয়াং।

সিরিয়ার সমস্যা নিয়ে গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রকাশ্য সভায় তিনি বলেন, সিরীয় সরকার ও জাতিসংঘের যৌথ প্রয়াসে ত্রাণ সরবরাহের সীমান্ত স্টেশন চালু হয়েছে।

আন্তঃদেশীয় ত্রাণ সরবরাহের সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে চীন তাগিদ দেয় – একথা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সিরিয়ায় মানবিক ত্রাণ বাড়ানো এবং দেশটির পুনরুদ্ধার প্রকল্পগুলোকে যথেষ্ট আর্থিক সহায়তা দেওয়া। সিরিয়ায় বিদেশি সেনাবাহিনীর অবৈধ অবস্থানের অবসানেরও দাবি জানায় চীন।

চীনা উপপ্রতিনিধি বলেন, সিরিয়া ইস্যুর রাজনৈতিক সমাধান জরুরি। সম্প্রতি আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার এবং বৈদেশিক শক্তির হস্তক্ষেপ দৃঢ় বিরোধিতার অবস্থান পুনরায় ঘোষণা করা হয় – একথা জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর সহায়তায় সিরিয়া ইস্যুর রাজনৈতিক সমাধানে নতুন প্রাণশক্তি যোগাবে বলে বিশ্বাস করে চীন।

কেং শুয়াং বলেন, সন্ত্রাসবাদ সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ার জন্য দীর্ঘমেয়াদি হুমকি, যার জন্য সিরীয় সরকার সন্ত্রাস দমন এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার রক্ষায় ব্যবস্থা নেবে বলে আশা করে চীন।

তিনি আরও বলেন, ফিলিস্তিন ও ইসরায়লের মধ্যে নতুন দফা সংঘর্ষ শুরু হওয়ার পর সিরিয়ায় বহুবারের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন।

চীনা কূটনীতিক বলেন, ফিলিস্তিন ও ইসরায়লের সংঘর্ষের প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষের উচিত সংযম বজায় রাখা এবং উত্তেজনাময় পরিস্থিতি এড়ানো। আন্তর্জাতিক সমাজের উচিত প্রচেষ্টার মধ্য দিয়ে গাজার সংঘর্ষ নিয়ন্ত্রণ করা, রমজান মাসে শান্তি অর্জনের সুযোগ সৃষ্টি করা এবং সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতায় আরও ইতিবাচক ভূমিকা পালন করা। (সুবর্ণা/রহমান/মুক্তা)