রাশিয়া-ইউক্রেন সংকটে মধ্যস্থতা করবে চীন
2024-03-22 18:56:52


মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: রাশিয়া ইউক্রেন সংকটে চীন মধ্যস্থতা করতে পারে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো সম্মত হয়েছে। ইউরেশীয় বিষয়ক চীনের বিশেষ দূত লি হুই শুক্রবার বেইজিংয়ে ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য তার দ্বিতীয় দফা শাটল কূটনীতি সম্পর্কে সংবাদমাধ্যমকে এ কথা জানান। 

বিশেষ প্রতিনিধি লি হুই সাংবাদিকদের বলেন, সকল পক্ষ সম্মত হয়েছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং রাশিয়া ও ইউক্রেনের সাধারণ বন্ধু হিসাবে, চীন দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে পারে এবং প্রাসঙ্গিক পক্ষগুলোকে মতভেদ সংরক্ষণের পাশাপাশি অভিন্ন ভিত্তি খুঁজতে উত্সাহিত করতে পারে। শান্তি আলোচনার জন্য আরও অনুকূল পরিস্থিতি তৈরি করতে সাহায্য করবে চীন।

২ মার্চ থেকে লি রাশিয়া, ইইউ সদর দপ্তর, পোল্যান্ড, ইউক্রেন, জার্মানি এবং ফ্রান্স সফর করেন।

শান্তা/রহমান