চীনের তৈরি হাইড্রোজেনচালিত ট্রেনের সফল পরীক্ষা
2024-03-22 18:52:27

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রেললাইনে প্রথমবারের মতো চলল নিজেদের তৈরি হাইড্রোজেনচালিত ট্রেন। গত বৃহস্পতিবার ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলকভাবে চলল ট্রেনটি। এর মাধ্যমে চীনের রেলখাত প্রবেশ করল হাইড্রোজেন জ্বালানির যুগে।

উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের ছাংছুন রেলওয়ে ভেহিক্যাল কম্পানি তৈরি করেছে ট্রেনটি। তারা তাদের নিজস্ব একটি পরীক্ষামূলক ট্র্যাকে ট্রেনটির পূর্ণাঙ্গ পারফরম্যান্স যাচাই করেছে।

ট্রেনের প্রথাগত জ্বালানি হলো জীবাশ্ম-জ্বালানি। নতুন শহুরে ট্রেনটিতে আছে একটি অভ্যন্তরীণ হাইড্রোজেন পাওয়ার সিস্টেম। এটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী জ্বালানির উৎস প্রদান করতে পারে। ট্রেনটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার গতিতে চলতে পারবে বলেও জানিয়েছে সিআরআরসি।

পরীক্ষার তথ্যে দেখা যায়, ট্রেনটির গড় বিদ্যুৎ খরচ হবে প্রতি কিলোমিটারে ৫  কিলোওয়াট-ঘণ্টা।

ফয়সল/শান্তা

তথ্য ও ভিডিও: সিসিটিভি