ইউরোপীয় ইউনিয়নে বসনিয়া ও হার্জেগোভিনার যোগদান নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত
2024-03-22 15:38:26


মার্চ ২১: ইউরোপীয় ইউনিয়নে বসনিয়া ও হার্জেগোভিনার যোগদান নিয়ে আলোচনা শুরুর করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের এই জোট। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল গতকাল (বৃহস্পতিবার) একথা জানান।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শীর্ষসম্মেলন। ওই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশেল বলেন, আলোচনা শুরুর সিদ্ধান্ত ইইউতে বসনিয়া ও হার্জেগোভিনার যোগদানের পথে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’। তবে এ জোটে যোগদানের জন্য বসনিয়া ও হার্জেগোভিনাকে আরও ‘কঠোর পরিশ্রম’ চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

(রুবি/রহমান/মুক্তা)