থিয়ানশুই শহরে জমজমাট পর্যটন শিল্প
2024-03-22 18:50:07


মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের  একটি শহর থিয়ানশুই। এখানে এখন প্রচুর সংখ্যক পর্যটক আসছেন। প্রাচীন এই শহরটিতে রয়েছে বিখ্যাত মাইচি গুহা ভাস্কর্য। তবে সম্প্রতি এর আকর্ষণের পিছনে আরেকটি কারণ যুক্ত হয়েছে। সেটি হলো থিয়ানশুই এর জিভে জল আনা মুখরোচক খাদ্য। এখানকার মশলাদার হটপট খাদ্যের রয়েছে আট হাজার বছরের ঐতিহ্য। আরও রয়েছে হাতে তৈরি নুডলস, বারবিকিউ ও অন্যান্য মজাদার স্ন্যাকস। 

থিয়ানশুই একটি ঐতিহাসিক শহর। এখানে মাইচি পর্বতমালায় রয়েছে প্রাচীন বৌদ্ধ গুহা ভাস্কর্য। এই অনন্য নান্দনিক শিল্পকর্ম দেখতে দূরদূরান্ত থেকে আসেন পর্যটকরা। পাহাড়ের গা বেয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় দীর্ঘপথ। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন দেখার পাশাপাশি পর্যটকরা আরও অনেক রকম বিনোদনমূলক কর্মকাণ্ড উপভোগ করতে পারেন। 

থিয়ানশুই শহরে গড়ে উঠেছে একটি স্ন্যাক-স্ট্রিট। এখানে পাওয়া যায় নানা রকম মুখরোচক স্থানীয় ডিশ। এগুলোর স্বাদ নিতেও আসছেন অনেক পর্যটক। চায়না টুরিজম অ্যাকাডেমি তাদের প্রতিবেদনে জানিয়েছে ২০২৩ সালে এই স্ন্যাক-স্ট্রিটের আকর্ষণে প্রচুর সংখ্যক পর্যটক থিয়ানশুই শহরে এসেছেন। 

শান্তা/রহমান