প্রথম পারমাণবিক শক্তি শীর্ষ সম্মেলন ব্রাসেলসে অনুষ্ঠিত
2024-03-22 20:13:59

মার্চ ২২: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল বৃহস্পতিবার প্রথম পারমাণু শক্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক উন্নয়নের প্রচারের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলোতে পারমাণবিক শক্তির ভূমিকার উপর নজর দিয়েছে।

এই শীর্ষ সম্মেলনটি পারমাণবিক শক্তির উন্নয়নের ইস্যুকে ঘিরে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলন। ৩০টিরও বেশি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান, কিংবা উচ্চ-স্তরের প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক জ্বালানি ব্যুরোর মহাপরিচালক ফাতিহ বিরোল বিশ্বাস করেন যে, পারমাণবিক শক্তি ছাড়া বিশ্ব সময়মতো জলবায়ু পরিবর্তনের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না এবং যেসব দেশে বড় নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা নেই সেখানে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক গ্রসি বলেছেন, বিশ্বব্যাপী পরিচ্ছন্ন শক্তি উত্পাদনের প্রায় ২৫% পারমাণবিক শক্তি। পারমাণবিক নিরাপত্তা, পারমাণবিক সুরক্ষা এবং পারমাণবিক অস্ত্রবিস্তার রোধের প্রেক্ষাপটে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে সংস্থাটি ভূমিকা পালন করবে।

বৈঠকে অংশগ্রহণকারী চীনের জাতীয় আণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে, বর্তমানে অপারেটিং পারমাণবিক শক্তি ইউনিটের সংখ্যায় চীন বিশ্বে তৃতীয় স্থানে এবং নবনির্মিত ইউনিটের সংখ্যায় বিশ্বের প্রথম সারিতে রয়েছে। চীন অব্যাহতভাবে সম্পূর্ণ পারমাণবিক শিল্প শৃঙ্খলের সুবিধাগুলোকে পূর্ণাঙ্গভাবে পালন করে, বৈশ্বিক পারমাণবিক শক্তি প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে আরও বেশি অবদান রাখবে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং নিরাপদ উন্নয়নে চীন নিজের ভূমিকা পালন করবে।

স্বর্ণা/হাশিম/ছাই।