‘আলোচনা ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষা প্রয়োজন’
2024-03-22 15:37:58

মার্চ ২১: জেনেভায় জাতিসংঘ কার্যালয় এবং সুইজারল্যান্ডে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ছেন স্যু বলেছেন, গঠনমূলক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা করা উচিত।

সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার উন্নয়ন বিষয়ক বন্ধু রাষ্ট্রগুলোর পক্ষ থেকে গতকাল (বৃহস্পতিবার) দেওয়া এক যৌথ বিবৃতি একথা বলেন তিনি।

স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার রক্ষা ও উন্নয়ন করতে হবে। মানবাধিকারকে রাজনীতির হাতিয়ার করার বিরোধিতা করেন তিনি।

যৌথ বিবৃতিতে হয়, মানবাধিকার পরিষদের ক্রমবর্ধমান রাজনীতিককরণ ও মেরুকরণ এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের সাথে অসঙ্গতিপূর্ণ এবং সর্বজনীনতা, ন্যায্যতা, বস্তুনিষ্ঠতা, অ-রাজনীতিকরণ এবং অ-নির্বাচনশীলতার নীতির বিপরীত।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর ইচ্ছার বিরুদ্ধে দেশ-নির্দিষ্ট ব্যবস্থার প্রতিষ্ঠা এবং সমান্তরাল প্রক্রিয়ার বিস্তার কোনও বাস্তব ফলাফল বয়ে আনে না, কেবল আর্থিক ও মানবসম্পদের অপচয় ঘটায়, যে কারণে এটা মানবাধিকার উন্নয়ন বা সুরক্ষার জন্য সহায়ক নয়।

যৌথ বিবৃতিটি উন্নয়নশীল দেশগুলো থেকে ব্যাপক সমর্থন পেয়েছে।

(রুবি/রহমান/মুক্তা)