সিসি-ব্লিঙ্কেন বৈঠক, গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা
2024-03-22 14:42:57

মার্চ ২২: মিসর সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল (বৃহস্পতিবার) রাজধানী কায়রোয় দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে দুপক্ষ গাজা এলাকার ক্রমাবনতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সিসি ওই অঞ্চলে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এদিন মিসরের প্রেসিডেন্ট ভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সিসিকে উদ্ধত করে বলা হয়, গাজার মানবিক সংকট বেসামরিক নাগরিকদের জীবনের ওপর হুমকি সৃষ্টি করছে।

সতর্কতা উচ্চারণ করেন তিনি বলেন, রাফাহতে যে কোনও সামরিক অভিযানের ফল হবে গুরুতর। তিনি অবিলম্বে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তি প্রতিষ্ঠায় মিসরের ভূমিকার প্রশংসা করেন ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে মিসরের সঙ্গে সমন্বয় করে, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করতে চায় বলেও জানান তিনি। (প্রেমা/রহমান)