সিঙ্গাপুরের জ্যেষ্ঠ মন্ত্রী চাং চি সিয়েনের সঙ্গে সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের প্রধান শিক্ষকের সাক্ষাৎ
2024-03-22 14:31:40

মার্চ ২২: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুল - ন্যাশনাল একাডেমি অব গভর্নেন্সের ডিন ছেন সি গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে সিঙ্গাপুরের জ্যেষ্ঠ মন্ত্রী চাং চি সিয়েনের সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎকালে ছেন সি বলেন, গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি সিয়েন লং যৌথভাবে ঘোষণা করেন যে, নতুন যুগে চীন-সিঙ্গাপুর সম্পর্কের উন্নয়নে একটি কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে দুপক্ষ তাদের সম্পর্ককে সার্বিক উচ্চ-মানের দূরদর্শী অংশীদারীত্বে উন্নত করবে।

তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষই রাষ্ট্র পরিচালনা এবং নেতৃত্বের প্রতিভা প্রশিক্ষণের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক শিক্ষাকে শক্তিশালী করবে এবং চীন-সিঙ্গাপুর সম্পর্কে ক্রমাগত নতুন অগ্রগতি অর্জন করবে।

চাং চি সিয়েন বলেন, সিঙ্গাপুর ও চীন মানবসম্পদ উন্নয়নের প্রতি গুরুত্ব দেয়। তিনি আশা প্রকাশ করেন, দুপক্ষ নেতৃত্ব গঠনে অভিজ্ঞতা বিনিময় জোরদার করবে এবং ঘনিষ্ঠ সম্পর্কের বিকাশকে অব্যাহত রাখবে।

(অনুপমা/রহমান)