ফুলফোটার অর্থনীতি
2024-03-22 18:51:43

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ভরা বসন্ত চলছে। এই সময় পুরো চীন যেন ফুলের দেশ। এই ফুল শুধু শোভাই বাড়াচ্ছে না, চাঙা করছে অর্থনীতিকেও। এখন ফুল পর্যটন এবং ফুলের রমরমা বাজার ফুলচাষীদের মুখে হাসি ফুটিয়েছে। শুধু তাই নয় গ্রামীণ অর্থনীতিতেও ফুলের কারণে এসেছে নতুন জোয়ার। 

দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশের ফানচৌ সিটি। এখানে শুয়াংফেং টাউনের সিয়াশাকোও গ্রাম। চেরি ফুল ফুটেছে। 

ইউয়ান চেনছিয়াং একজন  গ্রাম কর্মকর্তা। তিনি বলেন ‘সিয়াশাকোও গ্রামের চেরি চাষের এলাকা বেড়েছে। প্রাথমিকভাবে যেখানে ৪০০ মু বা ২৬.৭ হেক্টর জমিতে চেরি চাষ হতো, এখন সেখানে ১৪০০ মু বা ৯৩.৩ হেকটরের বেশি জমিতে চেরি চাষ হচ্ছে। পুরো গ্রামের বার্ষিক আউটপুট মূল্য প্রায় চার মিলিয়ন ইউয়ান বা ৫ লাখ ৫০ হাজার ডলারে পৌছেছে। ’

চীনের ফুলচাষীদের মুখে হাসি ফুটেছে। দেশ জুড়ে চলছে ফুলের কেনাবেচা। ফুলের বাজারগুলোতে এখন রমরমা বাণিজ্য চলছে। 

শানতোং প্রদেশের ছিংচোও সিটি ফুল উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে সময় উপযোগী বিদ্যুৎবিলের ব্যবস্থা করা হয়েছে। এতে চাষীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। ছিংচোও এর একটি বড় ফুল কম্পানির বার্ষিক বিদ্যুৎ বিল দিতে হতো প্রায় দুই মিলিয়ন ইউয়ান। নতুন মূল্য ব্যবস্থা প্রবর্তনের ফলে সাশ্রয় বেড়েছে।

চিয়া মেইরং একটি ফুল কম্পানির প্রধান। তিনি বলেন,  ‘গত বছর বিদ্যুৎ ব্যবহারের তুলনায় এ বছর আমরা প্রায় ২ লাখ ইউয়ান সাশ্রয় করতে পেরেছি। ’

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশ । মেইচোও সিটির লানফাং টাউনের কাওসি গ্রাম। এখানে হলুদ রঙের রাপসিড ফুলের সমুদ্র। সরিষাজাতীয় রাপসিড  ফুল থেকে তেলবীজ উৎপাদন করা হয়। তবে শুধু তেলবীজ নয়, এই ফুল পর্যটন শিল্পকেও চাঙা করে তুলছে। দিগন্ত বিস্তৃত ফুলে ভরা মাঠ অনন্য শোভার সৃষ্টি করেছে। এই সৌন্দর্য দেখতে আসছেন পর্যটকরা। এর ফলে গ্রাম পর্যটন বেড়েছে। গ্রামে পর্যটকদের থাকার জন্য ছোট ছোট হোম স্টেগুলোর কদর বাড়ছে। এর ফলে গ্রামপর্যটন শিল্প চাঙা হচ্ছে। 

লানফাং টাউনের ডেপুটি মেয়র  সিয়ে ফুওয়েই। তিনি বলেন, ‘ফুলের দৃশ্য গ্রামবাসীর জন্য অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করেছে। পর্যটকরা দৃশ্য দেখতে আসছেন। তারা স্থানীয় হোম স্টেগুলোতে বুকিং দিচ্ছেন। স্থানীয় বিশেষ পণ্যগুলোর বিক্রিও বাড়ছে।’

চীন এখন বিশ্বের সবচেয়ে বড় ফুল উৎপাদক দেশ এবং ফুলের বিদেশি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অংশীদার। ২০৩৫ সালের মধ্যে ফুল উৎপাদন শিল্পকে আধুনিক করার লক্ষ্য নিয়েছে চীন। বছরে ফুলের বিক্রয় ৭০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে চীনের। 

ফুল ফুটেছে চীন জুড়ে। সেই ফুল সাফল্যের হাসি এনে দিয়েছে চাষীদের মুখে, গ্রামীণ অর্থনীতিতে সৃষ্টি করেছে নতুন প্রাণের জোয়ার। 

শান্তা/রহমান