যুক্তরাজ্য-চীন বিজনেস ফোরাম লন্ডনে অনুষ্ঠিত
2024-03-22 20:14:51

মার্চ ২২: ‘২০২৪ যুক্তরাজ্য-চীন বিজনেস ফোরাম’ সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০০ জন চীনা ও ব্রিটিশ ব্যবসায়ী এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

অংশগ্রহণকারীরা বলেছেন যে, চীনের অর্থনীতি অত্যন্ত স্থিতিস্থাপক, গতিশীল এবং অনেক সুযোগ রয়েছে। তারা পারস্পরিক উপকারী সহযোগিতা চালিয়ে যেতে এবং উন্নয়নের সুযোগ ভাগ করে নিতে ইচ্ছুক।

যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জেং জ্য কুয়াং ফোরামে বক্তৃতায় বলেন, চীন-যুক্তরাজ্য অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে এবং তা উভয় দেশের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। তিনি আশা করেন যে ঐতিহ্যগতভাবে সহযোগিতা গভীর করার ভিত্তিতে চীন এবং যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্প্রদায় তাদের উন্নয়ন কৌশল সংযুক্ত করবে, নতুন শক্তির অন্বেষণ চালিয়ে যাবে, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিসিন এবং ডিজিটাল অর্থনীতির মতো উদীয়মান ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করবে।

ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক সচিব বিম আফোলামি ফোরামে বক্তৃতায় বলেন, যুক্তরাজ্য চীনের সাথে যোগাযোগ ও আদান-প্রদান জোরদার করতে, বাণিজ্য, অর্থ, শিক্ষা, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে এবং যৌথভাবে জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে  ইচ্ছুক। ব্রিটিশ সরকার চীনের সাথে সহযোগিতায় ব্রিটিশ ব্যবসায়ী সম্প্রদায়কে সমর্থন করে।

চায়না-ব্রিটেন বিজনেস কাউন্সিল এই ফোরামটি আয়োজন করে।

স্বর্ণা/হাশিম/ছাই।