যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের রপ্তানি স্থিতিশীল চীনে
2024-03-22 18:53:56

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: উদ্ভাবনী শক্তির বিকাশের হাত ধরে চীনের যান্ত্রিক ও ইলেকট্রনিক পণ্য নির্মাতাদের রপ্তানির প্রবৃদ্ধির হার গত দুই মাসে দুই অঙ্কের ঘরে ছিল। 

এই বছরের প্রথম দুই মাসে ২ দশমিক ২২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৩০৮.৪১ বিলিয়ন ডলার) মূল্যের যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্য রপ্তানি করেছে চীন। যা এর আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৮  শতাংশ বেশি। তবে বড় বিষয়টি হলো এই যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের রপ্তানির পরিমাণ ছিল চীনের মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ। 

একই সময়ে চীনের বিশেষায়িত পণ্য যেমন- অটোমোবাইল, গৃহস্থালি সরঞ্জাম এবং জাহাজের রপ্তানিও বেড়েছে।

পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের স্পিকার প্রস্তুতকারক এএসি টেকনোলজিসের একটি কারখানায় কাজ করছে ১০০টিরও বেশি রোবটিক বাহু। কম্পানির ভাইস প্রেসিডেন্ট উ কুওলিন বললেন, তারা তাদের বার্ষিক আয়ের ১০ শতাংশ বরাদ্দ রাখেন গবেষণা ও পণ্যের মানোন্নয়নের জন্য। 

ক্ষুদ্রাকৃতির স্পিকার থেকে শুরু করে বড় জাহাজ পর্যন্ত, সব মূল প্রযুক্তিতেই মূলত চীনের উদ্যোগগুলো সাফল্য পাচ্ছে।  যে কারণে আন্তর্জাতিক বাজারে দেশটির প্রতিযোগিতার সক্ষমতাও বাড়ছে পাল্লা দিয়ে।

কদিন আগেই বেলজিয়ামের একটি কম্পানির জন্য শানতোং প্রদেশের ছিংতাও শিপইয়ার্ড তৈরি করেছে ৬ হাজার কন্টেইনার ধারণক্ষমতার একটি জাহাজ। 

ফয়সল/শান্তা

তথ্য ও ভিডিও: সিসিটিভি