২০২৫ সালকে আন্তর্জাতিক শান্তি ও আস্থা বর্ষ ঘোষণা
2024-03-22 17:21:18

মার্চ ২২: ২০২৫ সালকে আন্তর্জাতিক শান্তি ও আস্থা বর্ষ হিসেবে ঘোষণা করে গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদে এক প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রস্তাবে ক্ষমা, সংলাপ ও আলোচনার মাধ্যমে সংঘাত নিরসন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শান্তি ও আস্থা জোরদার করা, টেকসই উন্নয়ন এবং শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার উন্নয়কে একটি মূল্যবোধ হিসেবে নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানানো হয়।

এছাড়া প্রতি বছরের ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধ প্রতিরোধ ও দমন দিবস হিসাবে ঘোষণা করে একই দিন সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব গৃহীত হয়।

(প্রেমা/রহমান/শ্যুয়ে)