চীনের ২০টি শহরে আন্তঃসীমান্ত বাণিজ্য সুবিধা বৃদ্ধিতে বিশেষ পদক্ষেপ
2024-03-22 17:17:48

মার্চ ২২: ২০২৪ সালে চীনের ২০টি শহরে আন্তঃসীমান্ত বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি চীনের শুল্ক সাধারণ বিভাগ জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, অর্থমন্ত্রণালয় এবং পরিবহন মন্ত্রণালয়সহ ১৪টি সংস্থা যৌথভাবে ১৩টি প্রদেশে পাঁচ মাসব্যাপী এ কর্মসূচি হাতে নেয়।

উল্লেখ্য, এ বছরের বিশেষ পদক্ষেপের সংস্কার ব্যবস্থায় পণ্য বাণিজ্য, পরিষেবা বাণিজ্য, ডিজিটাল বাণিজ্য ও টেকসই বাণিজ্য অন্তর্ভুক্ত হবে। আমদানি-রপ্তানি সম্পূর্ণ চেইনের পণ্যশুল্ক ছাড়পত্র দক্ষতা বাড়ানো, বৈদেশিক বাণিজ্যের নতুন চালিকাশক্তি ত্বরান্বিত করার শিল্পগুলোর বাণিজ্যিক সুবিধা উন্নীত করা, বন্দর তথ্যায়ন ও বুদ্ধিমত্তার স্তর উন্নয়ন, আমদানি-রপ্তানির কর নির্দিষ্টকরণ ও হ্রাসসহ ৬টি ক্ষেত্রে ৩০টিরও বেশি ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, এ বছরের সরকারি বিবরণীতে ‘একটি বাজার-ভিত্তিক, আইনি ও আন্তর্জাতিক প্রথম-শ্রেণীর ব্যবসার পরিবেশ তৈরি করার কথা উল্লেখ করা হয়।

(ছাই/হাশিম)