‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকদের’ তালিকা বাতিল করতে ইউক্রেনকে স্বাগত জানিয়েছে চীন
2024-03-22 20:20:00

মার্চ ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন যে, চীন ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকদের’ তালিকা বাতিল করার জন্য ইউক্রেনের পদক্ষেপকে স্বাগত জানায়।

      ইউক্রেন সরকার সম্প্রতি এক সভায় দেশটির জাতীয় দুর্নীতি প্রতিরোধ ব্যুরোর তৈরি ও প্রকাশিত ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকদের’ তালিকা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

       এ প্রসঙ্গে লিন চিয়ান বলেন, ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট। চীন সবসময় শান্তি ও ন্যায়বিচারের পক্ষে রয়েছে। চীন স্পষ্টভাবে সংশ্লিষ্ট ইউক্রেন কর্তৃপক্ষের দ্বারা চীনা কোম্পানির তালিকার দৃঢ় বিরোধিতা প্রকাশ করেছে এবং ওই তালিকা বাতিল করতে ইউক্রেনের পদক্ষেপকে স্বাগত জানায়।

 (স্বর্ণা/হাশিম/ছাই)