চীন ও ভারতের সীমান্ত সমস্যায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-03-21 19:43:22

মার্চ ২১: চীন ও ভারতের সীমান্ত সমস্যা দু’দেশের ব্যাপার, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক নেই। প্রতিবেশি দু’দেশের সীমান্ত সমস্যা নিয়ে ওয়াশিংটনের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।

গতকাল (বুধবার) মার্কিন রাষ্ট্রীয় পরিষদের মুখপাত্র বলেন, তথাকথিত অরুণাচল প্রদেশ (চীনের দক্ষিণ তিব্বত এলাকা) ভারতের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। যে কোন সামরিক বা বেসরকারী উপায়ের মাধ্যমে এর নিয়ন্ত্রণ লাইন ভেঙে দেওয়া এবং আগ্রসনের মাধ্যমে ভূখণ্ড দখল করার একতরফা আচরণের বিরোধিতার কথাও বলেন মুখপাত্র।

জবাবে, মুখপাত্র লিন বলেন, যুক্তরষ্ট্রের এই আচরণের দৃঢ় বিরোধিতা করে বেইজিং। চীন ও ভারতের সীমান্তরেখা কখনো চিহ্নিত করা হয়নি উল্লেখ করে মুখপাত্র বলেন, দক্ষিণ তিব্বত এলাকা পুরোপুরি চীনের ভূখণ্ড, এই মৌলিক বাস্তবতা অনস্বীকার্য।

(ওয়াং হাইমান/হাশিম/ছাই)