২০২৩ সালে বিশ্বে কলেরা রোগীর সংখ্যা ৭ লাখের বেশি: ডব্লিউএইচও
2024-03-21 19:59:07


মার্চ ২১: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র গতকাল (বুধবার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে কলেরা রোগীর সংখ্যা ছিল ৭ লাখের বেশি। তাই বিশ্বে কলেরা টিকার মুজত অভূতপূর্ব চাপের মুখে পড়েছে। এ জন্য কলেরা টিকা উত্পাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

সংস্থাটি জানায়, বাস্তব চাহিদার তুলনায় ব্যবহারযোগ্য টিকার গুরুতর অভাব। শুধু ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বে কলেরা মোকাবিলায় প্রয়োজনীয় টিকার সংখ্যা এর আগের দশ বছরের মোট পরিমাণের চেয়েও বেশি। (ওয়াং হাইমান/হাশিম/ছাই)