পাকিস্তানে অফিস ভবনে সন্ত্রাসী হামলা, নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮জন আক্রমণকারী নিহত
2024-03-21 14:19:20

মার্চ ২১: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বন্দরনগর গোয়াদারে একটি অফিস ভবন গতকাল (বুধবার) এক সন্ত্রাসী আক্রমণের শিকার হয়, তবে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮জন হামলাকারী নিহত হয়। পুলিশ এ তথ্য জানিয়েছে।

গোয়াদার শহরের পুলিশ প্রধান জুহাইব মহসিন সিনহুয়াকে জানান, একদল সন্ত্রাসী অফিস ভবনে গ্রেনেড ছোঁড়ে এবং গুলি চালায়। দেশটির নিরাপত্তা বাহিনী পরবর্তীতে এলাকাটি ঘেরাও করে এবং ওই ভবনে অভিযান চালায়, যাতে ওই আট হামলাকারী নিহত হয়।

সন্ত্রাসী গোষ্ঠি ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’র সঙ্গে সম্পৃক্ত ‘মজিদ ব্রিগেড’ এই হামলা চালায় বলে দাবি করে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা।

করাচিতে চীনা কনস্যুলেট জেনারেল একই দিনে নিশ্চিত করেছেন যে, ওই ঘটনায় কোনও চীনা নাগরিক হতাহত হয়নি।

(অনুপমা/রহমান)