সুদহার কমিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক
2024-03-21 19:38:50

মার্চ ২১: ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক টানা ষষ্ঠ বারের মতো সুদের হার কমিয়েছে। বুধবার ব্যাংকটি বেঞ্চমার্ক সুদের হার ০.৫ শতাংশ কমিয়ে ১০.৭৫ শতাংশে করা হয়।

ব্রাজিলের গণমাধ্যম মনে করে, এবারের হার কমানো বাজারের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ।

গত বছরের আগস্ট মাসে এ দফা সুদের হার কমানোর প্রক্রিয়া শুরুর আগে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের বেঞ্চমার্ক সুদের হার ছিল ১৩.৭৫ শতাংশ। গত ফেব্রুয়ারিতে ব্রাজিলের মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৫ শতাংশ, এটি গত জানুয়ারির ৪.৫১ শতাংশের চেয়ে কিছুটা কম।

(ছাই/হাশিম)