মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার পঞ্চবারের মতো অপরিবর্তিত রেখেছে
2024-03-21 16:30:38

মার্চ ২১: মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার ৫.২৫ থেকে ৫.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো সুদের হার অপরিবর্তিত রাখা হলো। দু’দিনব্যাপী মুদ্রানীতি সম্মেলন শেষে বুধবার ফেডারেল রিজার্ভ এ ঘোষণা দিয়েছে।  

ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সংস্থা ফেডারেল ওপেন মার্কেট কমিটি এক বিবৃতিতে বলেছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সুদহারের বর্তমান সীমা কমানো ঠিক হবে না। মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত বলে, কমিটি মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ন্ত্রণে মনোযোগ দেবে।

একই দিন মার্কিন ফেডারেল রিজার্ভের প্রকাশিত সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়েছে, এ বছরে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.৭ থেকে বাড়িয়ে ২.১ শতাংশে এবং ২০২৫ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.২ শতাংশ বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে।

ধারনা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এই বছর ও পরের বছর যথাক্রমে ৪ ও ৪.১ শতাংশ হবে ।

(ছাই/হাশিম)